Humaira Asghar Ali (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ জুলাই: বাড়ি থেকে উদ্ধার হল পাকিস্তানি অভিনেত্রীর (Pakistani Actress) মৃতদেহ। হুমাইরা অসগর আলি নামে এক জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রীর দেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়ার বাড়ি থেকে। শুধু তাই নয়, পচা, গলা অবস্থায় হুমাইরার দেহ উদ্ধার করা হয় বলে খবর। ফলে দেহ উদ্ধারের বেশ কিছুদিন আগেই যে ৩২ বছরের হুমাইরার (Humaira Asghar Ali) মৃত্য়ু হয়, তা কার্যত স্পষ্ট।

যে বাড়ি থেকে হুমাইরার মৃতদেহ উদ্ধার করা হয়, সেটি ফাঁকা করার নির্দেশ দিয়েছে পুলিশ। তবে ওই বাড়ির মালিকেরদাবি, ২০২৪ সাল থেকে হুমাইরা তাঁকে ভাড়ার টাকা দিচ্ছিলেন না। রিপোর্টে প্রকাশ, করাচিতে যে ভাড়া বাড়িতে হুমাইরা তাকছিলেন, সেখানে পুলিশ হাজির হয়। তবে বাড়ির দরজা ভিতর থেকে দেওয়া দেখা তাঁকে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনও সাড়া মেলেনি। ফলে হুমাইরা যে ঘরে থাকতেন, সেটি ভেঙে সেখান পুলিশ ঢোকে। হুমাইরার ঘরে পুলিশ হাজির হতেই সেখান থেকে অভিনেত্রীর পচাগলা দেহ উদ্ধার হয়।

মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে হুমাইরা অসগর আলির এই হাল হল, তা পুলিশ খতিয়ে দেখছে। তবে মৃতদেহ বেশ কয়েকদিনের পুরনো বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ রহস্যজনক কিছু খুঁজে পায়নি হুমাইরার মৃত্যু থেকে। তদন্ত চলছে। যে বাড়ি থেকে হুমাইরার দেহ উদ্ধার করা হয়, সেখানকার সব দরজা, ব্যালকনি সব বন্ধ ছিল। ফলে কেউ ভিতরে প্রবেশ করে হুমাইকা খুন করবে, তেমন সম্ভাবনা বেশ কম বলেই মনে করছে পুলিশ।

২০১৫ সালে জালাইবি নামের একটি সিনেমায় দেখা যায় হুমাইরাকে। এরপর তামাশা ঘর নামে একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়েও হুমাইরার দেখা মেলে।