দিল্লি, ২ নভেম্বর: পাকিস্তানে বেআইনিভাবে থাকা বহু আফগানকে গ্রেফতার করা হল। পাকিস্তানে কেন বেআইনিভাবে বসবাস করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে একের পর এক আফগান নাগরিককে গ্রেফতার করে শেহবাজ শরিফের সরকার। সূত্রের খবর, পাকিস্তানে থাকার নির্দিষ্ট সময় পার করে গেলেও বেশ কিছু আফগান নাগরিক দেশে ফিরছিলেন না। পাকিস্তানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তাঁরা। আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে বেআইনিভাবে যাঁরা বসবাস শুরু করেন, সেই সমস্ত আফগানদের গ্রেফতার করা হয় বলে খবর। সরকারি নথি কিংবা শংসাপত্র ছাড়াই ওই আফগানরা পাকিস্তানে বসবাস শুরু করেন। ফলে বেআইনি আপগান নাগরিকদের চিহ্নিত করে এবার তাদের ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হয়।
সম্প্রতি পাকিস্তানের মানুষকে অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে হয়। পাকিস্তানের কোথাও আটার অভাব দেখা যায় আবার কোথাও বস্তা ধরে গম চুরি শুরু করেন মানুষ। যা নিয়ে গোটা দেশের বেশ কিছু অংশে তোলপাড় শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে বেআইনিভাবে বসবাসরত আফগানদের কোনওভাবে পাকিস্তানে রাখা হবে না বলে স্পষ্ট জানানো হয় শেহবাজ শরিফ সরকারের তরফে।