বিশ্বের অন্যতম দামি শহর বলা হয় হংকং-কে (Hong Kong)। যেখানে আকাশ ছোঁয়া বাড়িতে মুখ ঢেকে যায় বিলাসবহুল এই শহরের। হংকং-কে যখন গোটা বিশ্বের অন্যতম দামি শহর বলা হয়, সেই সময় খাঁচা বাড়ি বা কফিন ঘরে বসবাস করতে দেখা যায় এই শহরে বসবাসকারী বহু মানুষকে। যেখানে বহু মানুষ যেমন আকাশ ছোঁয়া বাড়িতে বসবাস করেন, তেমনি খাঁচা গর বা কফিন ঘরেও বসবাস করতে দেখা যায় অনেককে। হংকং-এ প্ল্যাটের দাম যখন হু হু করে বাড়ছে, সেই সময় মাথা গোজার সামান্য জায়গা খুঁজতে বহু গরীব এই খাঁচা ঘরকে বেছে নেন। যার ভাড়া ভারতীয় মুদ্রায় ১৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার পর্যন্ত।
দেখুন সেই ভিডিয়ো...
Behind Hong Kong's Skyline: 'Coffin' or 'Cage' Homes Sheltering the Poor
#Cagehomes #coffinhomes #HongKong #poor #Underprivilege #RealEstate #China #government #HKSARgovernment pic.twitter.com/cbgP0KN1Pd
— IndiaToday (@IndiaToday) May 15, 2024
অস্বাস্থ্যকর পরিবেশে এই কফিন ঘর বা খাঁচা বাড়িতে মানুষ বসার জায়গা যেমন পান না, তেমনি ঘুমোতেও হয় একেবারে পশু, পাখির মত ছোট্ট জায়গায়। হংকংয়ে দিনের পর দিন ধরে এই খাঁচা ঘরে থাকার প্রবণতা বহু গরীবের মধ্যে বেড়ে ওঠায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় রাষ্ট্রসংঘের তরফে।
হংকং-এর বহুতল বাড়িগুলির পাশে এই খাঁচা ঘরে যাঁরা থাকেন, তাঁরা অস্বাস্থ্যকর পরিবেশে দিন গুজরান করেন উদ্বেগ প্রকাশ করা হয়।