টোকিও, ২৮ অগাস্ট: শারীরিক অসুস্থতার কারণে জাপানের (Japan) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শিনজো অ্যাবে (Shinzo Abe)। সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আজ শিনজো অ্যাবের একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে-র প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতা বেড়ে যাওয়ায় অ্যাবে পদত্যাগ করতে চাইছেন। কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে অসুস্থ রয়েছেন শিনজো অ্যাবে। কিন্তু সম্প্রতি তিনি কয়েকবার হাসপাতালে যান। বুধবারও অ্যাবে হাসপাতালে গেছিলেন বলে জানা গেছে। আরও পড়ুন: US Election 2020: রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন গ্রহণ ডোনাল্ড ট্রাম্পের
Shinzo Abe resigns as Japan's Prime Minister, reports news agency Reuters. https://t.co/ZiZAqieyQW
— ANI (@ANI) August 28, 2020
সোমবার জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আট বছর দায়িত্ব পালনের মাইলফলক অতিক্রম করেছেন অ্যাবে। তিনি জাপানের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতা হয়েছেন। ২০০৭ সালেও অসুস্থতার জেরে শিনজো অ্যাবেকে পদত্যাগ করতে হয় মাত্র ১ বছরের মাথায়। এবারও সেই ধরনের ঘটনা ঘটল।