Sheikh Hasina Live (Photo Credit: Facebook)

বাংলাদেশে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে।প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী এই মামলার মূল অভিযুক্ত। বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই মামলার বিচারের দায়িত্বে রয়েছে। এর প্রেক্ষিতে রাজধানী ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-যুব বিদ্রোহের মোকাবিলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন ও অত্যাচার চালায় বলে অভিযোগ। হাসিনার পাশাপাশি, ট্রাইব্যুনাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও বিচার করছে। তবে আল-মামুন রাজসাক্ষী হয়েছেন।

বিদ্রোহের পরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতেই বিচার চলে। হেফাজতে থাকা আল-মামুন, সেই সময়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ বর্ণনা করে বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে।

জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই  রায়ের রাজনৈতিক প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।