Sheikh Hasina (Photo Credits: X)

ঢাকা, ২জুলাই: আদালত অবমাননার অভিযোগ উঠল শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে। আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের (Bangladesh Former PM ) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে খবর প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। শেখ হাসিনার  বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয় বুধবার।

বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  একের ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।  শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রীর (বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগের নেত্রী) বিরুদ্ধে কোনও সাজা ঘোণা করা হল। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

গত বছর প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়ার পর সোজা তিনি ভারতে উড়ে আসেন। সেই থেকে দিল্লির গোপণ ঠিকানাতেই রয়েছেন মুজিব-কন্য়া। শেখ হাসিনাকে ফেরতের জন্য বাংলাদেশ নানা সময়ে বিভিন্ন আবেদন করলেও ভারতের তরফে কোনও মন্তব্য  করা হয়নি। ভারতে বসেই তিনি অডিয়ো কলের মাধ্যমে আওয়ামী লিগের নেতা, কর্মী এবং সমর্থকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। যা নিয়ে বাংলাদেশের তরফে একাধিকবার উষ্মা প্রকাশ করা হয়েছে।