
কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor) ও তাঁর প্রতিনিধি দলের সদস্যরা ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিকের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিনের সঙ্গে দেখা করেছেন। শশীর নেতৃত্বে সাংসদদের প্রতিনিধি দল এখন ব্রাজিলের ব্রাসিলিয়ায় (Shashi Led Delegation In Brasilia) রয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর নিজের প্রতিনিধি দল নিয়ে চেম্বার অফ ডেপুটিজে কমিটির প্রেসিডেন্সি হলে বিদেশ বিষয়ক ও জাতীয় প্রতিরক্ষা কমিটির সভাপতি ফেডারেল ডেপুটি ফিলিপ ব্যারোসের সঙ্গে দেখা করেন।
কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামে আমরা সংহতি চাইছি। এই দেশগুলিতে যা স্পষ্ট হয়ে উঠেছে তা হল তারা কিছু বিষয় বোঝে, অন্যগুলি পুরোপুরি উপলব্ধি করতে পারে না। অনেক দেশ স্বাভাবিকভাবেই সংলাপের পরামর্শ দেয়, কিন্তু যারা আপনার মাথার দিকে বন্দুক তাক করে সন্ত্রাসীদের সীমান্তে পাঠাচ্ছে তাদের সঙ্গে সংলাপে অংশ নেওয়া অত্যন্ত কঠিন। এটি একটি মৌলিক সমস্যা উপস্থাপন করে। তাদের জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত সন্ত্রাসবাদের পরিকাঠামো ভেঙে ফেলা।"
"Excellent meeting with Brazil's Vice Foreign Minister and India-Brazil Friendship Front President": Congress MP Shashi Tharoor
Read @ANI Story | https://t.co/owsAEQDtah#India #Brazil #ShashiTharoor pic.twitter.com/HfG2U4vHHZ
— ANI Digital (@ani_digital) June 3, 2025