নির্বাচনী জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টা করা হয় Donald Trump Assassination Attempt)। তবে কপাল জোরে আততায়ীর ছোঁড়া গুলি ট্রাম্পের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। ডান কানে চোট পেয়েছেন তিনি। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভায় হামলার সেই ভিডিয়ো যেন গায়ে কাঁটা দেয়। মিলি সেকেন্ডের হেরফেরে মাথা নাড়ানোয় গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। নয়তো ভীষণ খারাপ কোন দুর্ঘটনা ঘটে যেতে পারত। খুনের চেষ্টার পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে আরও কয়েকগুণ। জানা যাচ্ছে, কোনরকম ঝুঁকি না নিয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে 'প্রেসিডেন্ট পর্যায়ের' সুরক্ষা দেওয়া হচ্ছে।
শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে এসে আততায়ীর গুলিতে আহত হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Former US President )। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক আততায়ী। হামলাকারীর লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে যায়। এরপরেই প্রাক্তন প্রেসিডেন্টের (Donald Trump) নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস স্নাইপাররা আততায়ীকে লক্ষ্য করে গুলো চালায়। গুলি সোজা গিয়ে লাগে হামলাকারীর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ট্রাম্পকে 'প্রেসিডেন্ট পর্যায়ের' সুরক্ষা বলয়...
NEW: Secret Service now giving Trump presidential-level protection after assassination attempt pic.twitter.com/ZGd56QskWR
— Insider Paper (@TheInsiderPaper) July 16, 2024
ঘটনার তদন্ত শুরু করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Federal Bureau of Investigation)। সংস্থার তরফে জানানো হয়, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টায় জড়িত ওই যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস। বছর কুড়ির হামলাকারী পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। রাজ্যের ভোটার রেকর্ড বলেছে, ট্রাম্পের রিপাবলিকান দলেরই কর্মী ছিল সে। তবে কী উদ্দেশ্যে ওই যুবক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর খুনের চেষ্টা চালিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন।