PM Modi In SCO Summit (Photo Credit: X)

দিল্লি, ১ সেপ্টেম্বর: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠকে হাজির হয়েছেন বিশ্বের তাবড় নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) হাজির হয়েছেন এসসিও বৈঠকে।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে হাজির হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan PM Shehbaz Sharif) শেহবাজ় শরিফ যখন এসসিও সম্মেলনে হাজির, সেই সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া সুর চড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

নরেন্দ্র মোদী বলেন, যে কোনও দেশের উন্নয়নের ভিত্তিই হল শান্তি, সুস্থিতি এবং নিরাপত্তা। আর এই শান্তি, সুস্থিতি এবং নিরাপত্তার পথে প্রথম অন্তরায় হল সন্ত্রাসবাদ (Terrorism)। এই সন্ত্রাসবাদ যে শুধু একটি দেশের জন্য ক্ষতিকর, এমন নয়। গোটা মানব সমাজের কাছে, মানবতার কাছে এই সন্ত্রাসবাদ, জঙ্গিপনা একটি বড় চ্যালেঞ্জ। আর সেই কারণেই সন্ত্রাসবাদ যাতে নির্মূল করা যায়, সেই কর্মকাণ্ডের উপর জোর দিয়েছে ভারত। আল কায়দা-সহ একাধিক জঙ্গি সংগঠনগুলিকে নির্মূল করতে জোরদার পদক্ষেপ করেছে ভারত। সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারতের তরফে একাধিক সিদ্ধান্ত যেমন গ্রহণ করা হয়, সেই অনুযায়ী একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে বলে এসসিও সম্মেলন থেকে মন্তব্য় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: Modi, Putin Ignores Pakistan PM: দেওয়ালের সামনে ঠায় দাঁড়িয়ে থাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজ়ের দিকেও ঘুরেও তাকালেন না গল্পে মশগুল মোদী-পুতিন, দেখুন ভিডিয়ো

সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারতের পদক্ষেপের কথা বিশ্বকে স্মরণ করান প্রধানমন্ত্রী মোদী...

 

এসবের পাশাপাশি এশিয়ার উন্নয়ন কীভাবে হতে পারে, সেদিকে ভারত সব সময় নজর রেখেছে। সেই কারণেই ছাবাহার বন্দরে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দিল্লির এই সিদ্ধান্ত যে শুধুমাত্র বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়েছে, তাই নয়। বিশ্বাস এবং উন্নয়নের পথেও ভারতের এই পদক্ষের গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

পাশাপাশি ছাবাহার বন্দের কাজের মাধ্যমে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় যোগাযোগের  মাত্রা আরও দ্বিগুন করেছে ভারত। এমনও মন্তব্য করতে শোনা যায় ভারতের প্রধানমন্ত্রীকে।