দিল্লি, ১ সেপ্টেম্বর: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠক চলছে। আর সেখানে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে মোদী, শি এবং পুতিনের মাঝে কথাবার্তা, হাসিঠাট্টার ভিডিয়ো সামনে আসতে শুরু করেছে। বিশ্বের ৩ শক্তিধর দেশের রাষ্ট্রনেতা যখন একসঙ্গে হাজির হন, সেই সময় গোটা বিশ্ব তাঁদের দিকে তাকিয়ে দেখতে শুরু করেছে। এসবের মাঝে একটি অদ্ভুদ ভিডিয়ো সামনে এল।
যেখানে দেখা যায়, এসসিও সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কথা বলতে ব্য়স্ত, হাসি মুখে তাঁরা ঝড়ের মত বেরিয়ে গেলেন শেহবাজ় শরিফের সামনে দিয়ে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ (Pakistan PM Shehbaz Sharif) পাশে দাঁড়িয়ে থাকলেও তাঁর দিকে তাকালেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এবং পুতিন যখন হাসি মুখে কথা বলতে বলতে হেঁটে যান, সেই সময় তাঁদের দিকে আড় চোখে তাকাতেও দেখা যায় শেহবাজ় শরিফকে। তবে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সখ্যতা তো দূরের কথা, ঘুরেও তাকাননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দেখুন পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের দিকে ঘুরেও তাকালেন না মোদী, পুতিন...
Chad Modiji & Putin ignored Shahbaz Sharif like he never existed
Focus on their chemistry which is giving heartburn to Doland Trump pic.twitter.com/AffRpnl0gQ
— BALA (@erbmjha) September 1, 2025