Modi, Xi, Putin (Photo Credit: ANI/X)

দিল্লি, ১ সেপ্টেম্বর: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠক শুরু হয়েছে। আর সেখানে পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। চিনেক (China) তিয়ানজ়িনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক শুরু হয়েছে। আর সেখানেই হাজির হয়েছেন তাবড় বিশ্বনেতারা। এসসিও সম্মেলনে হাজির হয়েই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে সাক্ষাৎ হল মোদীর। কথা হল রুশ প্রেসিডেন্টের সঙ্গেও। ফলে এসসিও সম্মেলনে এশিয়ার শক্তিধর ৩ রাষ্ট্রনেতার সাক্ষাতের ছবি উঠে আসতে শুরু করেছে।

এবার ২৫তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক শুরু হয়েছে তিয়ানজ়িনে। চিনের তিয়ানজ়িনের এই এসসিও সম্মেলনের মঞ্চ ফের ভারত (India) এবং চিনকে নয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সুতোয়া জড়াল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

এসসিও সম্মেলনের জন্য এক বিশেষ সাংবাদিক সম্মেলন করেন বিদেশসচিব বিক্রম মিস্রি। সেখানে তিনি জানান, এসসিও সম্মেলনে প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আর সেখানে পুতিনের সঙ্গে মোদীর কোন কোন বিষয়ে নিয়ে কথা হয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

দেখুন শি এবং পুতিনের সঙ্গে যখন দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

 

আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধের জেরেই চিনের সঙ্গে সম্পর্ক ভাল হতে শুরু করেছে দিল্লির। ট্রাম্পের (US President Donald Trump) অযথা শুল্ক বৃদ্ধির জেরে ভারতের উপর যাতে সেভাবে প্রভাব না পড়ে, তার জন্য বন্ধু রাশিয়ার পাশাপাশি বেজিংয়ের সঙ্গেও দিল্লির কথাবার্তা চলছে সমানভাবে।

এশিয়ার দুই শক্তিধর রাষ্ট্র যখন ফের নিজেদের সম্পর্কের অচলায়তন প্রক্রিয়া শেষ করে কাছাকাছি আসতে শুরু করেছে, তা নিয়ে ফের চিন্তায় ওয়াশিংটন। এমনই মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহলের বিভিন্ন অংশের তরফে।