![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/10/PM-MODI-RIYADH-380x214.jpg)
রিয়াধ, ২৯ অক্টোবর: দুদিনের আনুষ্ঠানিক সফরে সৌদি আরবে (Saudi Arabia) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । সোমবার গভীর রাতে সৌদির হাই প্রোফাইল বার্ষিক ফিন্যান্সিয়াল কনফারেন্সে যোগ দিতে ২ দিনের সফরে রিয়াধে (Riyadh) পৌঁছেছেন প্রধানমন্ত্রী। প্রথমেই তাঁর মুখ থেকে যে বক্তব্যটি বেরল তা হল, সৌদি ভারতের মূল্যবান বন্ধু (Valued Friend)। এমনিতেই গত কয়েক বছরে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক যথেষ্ট পোক্ত আকার নিয়েছে। ভারত ও সৌদির দ্বিপাক্ষিক বাণিজ্য ২০১৭-১৮য় বেড়ে ২৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়ছে। ভারতে বিভিন্ন ক্ষেত্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে গত মাসেই জানিয়েছে সৌদি আরব।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সাক্ষরিত হওয়ার কথা আছে। তেল, গ্যাস, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ও অসামরিক বিমান পরিবহণ নিয়ে চুক্তি সাক্ষরিত হতে পারে। এই নিয়ে দ্বিতীয়বার সৌদি আরব সফরে গেলেন নরেন্দ্র মোদি। এর আগে ২০১৬-য় সৌদি গিয়েছিলেন তিনি। ২০১৯-এর ফেব্রুয়ারিতে ভারতে আসেন মহম্মদ বিন সলমন। আরও পড়ুন-Abu Bakr Al-Baghdadi Buried at Sea: ওসামা বিন লাদেনের মতো আইসিস প্রধান বাগদাদিরও সমুদ্র সমাধি দিল মার্কিন সেনা
Landed in the Kingdom of Saudi Arabia, marking the start of an important visit aimed at strengthening ties with a valued friend. Will be taking part in a wide range of programmes during this visit. pic.twitter.com/3MskcllePr
— Narendra Modi (@narendramodi) October 28, 2019
এদিকে এবার সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে তিনি বলেন, “আমরা এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আপনাদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিকতা দুই দেশের সুনাম ও সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সাহায্য করেছে।” সৌদি আরবে তাঁরা এই একই ভাবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, পরবর্তীকালেও তাঁদের এই দান দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে। প্রবাসী ভারতীয়রাই যে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে দৃঢ় করেছেন সেবিষয়ে প্রধানমন্ত্রীর কোনও দ্বিধা নেই। প্রায় ৬০ লক্ষ ভারতীয় সৌদিতে বসবাস করেন। দিনে দিনে তাঁদের দ্বিতীয় ঘর হয়ে উঠেছে এই সৌদি আরব। কেউ কেউ এখানে হজ ও উমরাহ করতে আসেন কেউ বা ব্যবসার প্রয়োজনে সৌদি আরবে আসেন। এরফলে সৌদির সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যতে ভারতের যে অগ্রগতি হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীর কোনও সংশয় নেই। তাইতো সৌদি আরবকে ভারতের মূল্যবান বন্ধু বলেছেন তিনি।