Shoaib Malik, Sana Javed, Sania Mirza (Photo Credit: Instagram)

দিল্লি, ৩ অক্টোবর: সানিয়া মির্জার (Sania Mirza) প্রাক্তন স্বামী শোয়েব মালিক (Shoaib Malik) ফের বিচ্ছেদের পথে? সূত্রের তরফে এমন খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। ২০২৪ সালে পাক অভিনেত্রী সানা জাভেদের ( Sana Javed) সঙ্গে গাঁটছড়া বাঁধেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর পাক অভিনেত্রী, মডেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন পাক ক্রিকেটর। সেই বিয়ের এক বছর কাটতে না কাটতেই কি এবার শোয়েব মালিক এবং সানা জাভেদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে বলে বহু মন্তব্য উঠে আসতে শুরু করেছে।

সম্প্রতি শোয়েব মালিক এবং সানা জাভেদের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, শোয়েব মালিক এবং সানা জাভেদ পাশাপাশি বসে রয়েছেন ঠিকই কিন্তু কেউ কারও সঙ্গে কথা বলছেন না। ঘরের বাইরে সানা জাভেদ এবং শোয়েব মালিক কোনও পাবলিক প্লেসে বসে থাকলেও, তাঁরা কেউ কারও সঙ্গে কথা বলছেন না। যে ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।

দেখুন শোয়েব মালিক এবং সানা জাভেদর বিতর্কিত ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

শোয়েব মালিক এবং সানিয়া মির্জা বিচ্ছেদের জন্য আবেদন করেন মুসলিম শরিয়া আইন মেনে। সানিয়া মির্জার বাবা ইমরান খান মেয়ের বিচ্ছেদের খবর প্রকাশ করেন। সানিয়া মির্জা এবং শোয়েব মালিক কেন বিচ্ছেদের পথে হাঁটছেন, এমন প্রশ্ন উঠতেই জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা।

শোয়েব মালিকের একাধিক সম্পর্ক তৈরি হয়। সেই কারণেই সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের ১০ বছরের বিয়ে ভেঙে যায় বলে শোনা যায়।

সানিয়া মির্জার প্রাক্তন স্বামী শোয়েব মালিক ফের বিচ্ছেদের পথে? পাক অভিনেত্রী সানা জাভেদের দিকে ঘুরেও তাকাচ্ছেন না পাক ক্রিকেটর, ভিডিয়ো