BJP MP Samik on London (Photo Credit: X@ANI)

"ভারত দরিদ্র নয়। অনেকেই আমাদের লুট করে নিজেদের চমৎকার বাড়ি তৈরি করেছে। ভারত কখনও কাউকে লুট করেনি।" লন্ডনে এই বার্তা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বিশ্বমঞ্চে পাকিস্তানের (Pakistan) পর্দাফাঁস করতে ডেনমার্কের কোপেনহেগেন থেকে লন্ডনে পৌঁছেছে বিজেপি সাংসদ রবিশঙ্করের নেতৃত্বাধীন সাংসদদের প্রতিনিধি দল। সেখানেই প্রতিনিধি দলের সদস্য শমীক জোর দিয়ে বলেছেন, "ভারত কখনও কাউকে লুট করেনি।" তিনি আরও বলেন, "আমরা ভিক্ষার পাত্র নিয়ে কারও দরজায় দাঁড়াইনি। আমরা এখানে সকলকে সতর্ক করতে এসেছি, আমাদের সঙ্গে যা ঘটছে তা আগামীকাল আপনাদের সঙ্গেও ঘটবে। তারা আমাদের সংলাপের কথা বলে। তারা বলে, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সবকিছু সমাধান করা যেতে পারে। আপনারা সবাই 'মোদী মোদী' স্লোগান তুলছেন, কারণ প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা একজন নেতার মুখ হয়ে উঠেছেন।"