সমকামী সম্পর্ক পুরোপুরি নিষিদ্ধ হল উগান্ডায় (Same-Sex Relationship Banned in Uganda)। সমলিঙ্গের দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বেআইনি, সেই বিল গত মাসেই উগান্ডার সংসদে পাস হয়েছিল। বিলটি স্বাক্ষর করার জন্যে রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনির (Uganda President Yoweri Museveni) কাছে পাঠানো হয়েছিল। সেই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর বিল আইনে পরিণত হয়। উগান্ডায় নিষিদ্ধ হল সমলিঙ্গ সম্পর্ক। সোমবার উগান্ডার প্রেসিডেন্ট অফিসের তরফে টুইট করে জানানো হয়েছে, সমকামী সম্পর্ক কিংবা সমকামী কার্যকলাপ (LGBTQ) সেদেশের আইন বিরুদ্ধ। যার শাস্তি স্বরূপ কারাবাস এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
উগান্ডায় সমকামী সম্পর্ক নিষিদ্ধ...
H.E President @KagutaMuseveni has given his formal approval to the Anti-Homosexuality Bill of 2023, thereby transforming it into law and officially designating it as the Anti-Homosexuality Act of 2023. pic.twitter.com/LLKZodgNxd
— OFFICE OF THE VICE PRESIDENT (@VPofficeUganda) May 29, 2023
সমকামী, উভকামী, রূপান্তরকামী বা এলজিবিটিকিউ (LGBTQ) সম্প্রদায়ের সদস্য হওয়া এই আইনে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। এই আইনটির সমর্থকদের মতে, এলজিবিটিকিউ সম্প্রদায়ের কার্যকলাপ, সেদেশের রক্ষণশীল এবং ধর্মপ্রাণ, ঐতিহ্যবাহী মূল্যবোধকে নষ্ট করেছে। তাই এই ধরনের কার্যকলাপে যুক্ত ব্যক্তিবর্গকে শাস্তি দিতে এই আইন অত্যন্ত প্রয়োজনীয় ছিল।