হাজার হাজার সমকামী যুগলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল আমেরিকার সাধারণ জনতা। ইতিমধ্যেই মার্কিন সেনেট এবং প্রতিনিধি পরিষদে সমকাম বিবাহ বিলকে(Same Sex marriage bill) স্বীকৃতি দিয়েছিল। এবার সেই বিলে সাক্ষর করলেন রাষ্ট্রপতি জো বিডেন। মঙ্গলবার রাষ্ট্রপতি জো বিডেন টুইট করে বলেন-
আজ আমি সমকামী বিবাহ সুরক্ষা বিলে স্বাক্ষর করেছি। আমরা একটি মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করছি: ভালোবাসা ভালোবাসাই, এবং আমেরিকানদের তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করার অধিকার থাকা উচিত।
Today, I signed the Respect for Marriage Act into law.
We are reaffirming a fundamental truth: Love is love, and Americans should have the right to marry the person they love.
— Joe Biden (@JoeBiden) December 13, 2022
এই নতুন বিলের নাম রাখা হয়েছে, দ্য রেসপেক্ট ফর ম্যারেজ অ্য়াক্ট। এর আগে বলা হয়েছিল বিয়ে মানে নারী ও পুরুষের মধ্য়ে একটি যৌথ মিলন। তবে বর্তমানে সম লিঙ্গ বিবাহের (Same Sex Marriage) ক্ষেত্রে ব্যাপক সমর্থনের বার্তা উঠে আসছে আমেরিকায়। বহু ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মার্কিনীরা এতে সমর্থন করছেন।
প্রথমত, সুপ্রিম কোর্ট যাতে সমকামী বিবাহের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে না পারে সেই উদ্বেগে আমেরিকান সেনেট এই সমকামী বিবাহ সুরক্ষা বিল (সমকামী বিবাহ সুরক্ষার আইন) অনুমোদন করেছে। ক্ষমতাসীন ডেমোক্র্যাট ছাড়াও কিছু রিপাবলিকান সেনেটরও বিলটিকে সমর্থন করেছেন। তাই বিলটি সহজেই সেনেটে সবুজ সংকেত পেয়েছে।
সেনেটে সমকামী বিবাহ সুরক্ষা বিল অনুমোদন পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। সেই অনুষ্ঠানে বাইডেন বলেছিলেন -যে প্রত্যেকেরই এই সমলিঙ্গের বিবাহ আইনকে সম্মান করা উচিত।
মঙ্গলবার বিলটিতে স্বাক্ষর করে হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'এটি খুবই আনন্দের দিন। আজ আমেরিকা সমতার দিকে আরও একটি পদক্ষেপ নিয়েছে।স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা কয়েকজনের জন্য নয়, সবার জন্য।
Today is a good day. pic.twitter.com/wOFfv6RUwX
— Joe Biden (@JoeBiden) December 14, 2022
সমকামী বিবাহ প্রতিরক্ষা বিল সিনেটে পাস হয় এবং তারপরে প্রতিনিধি পরিষদে চলে যায়। সেখানেও এই আইন অনুমোদন করা হয়। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের অনুমোদনের পর বিলটি রাষ্ট্রপতি বিডেনের কাছে তার স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছিল। সম্প্রতি তার স্বাক্ষর সম্পন্ন হওয়ায় সমলিঙ্গ বিবাহ সুরক্ষা আইন কার্যকর হয়েছে।