Photo Credit (Twiter)

দক্ষিণ আফ্রিকা পৌছল রাশিয়ার হাইপারসনিক মিসাইল যুক্ত যুদ্ধজাহাজ। একটি মক ড্রিলে অংশগ্রহন করার কথা রয়েছে রাশিয়ায় সেনাবাহিনীর এই যুদ্ধজাহাজটির। এর পাশাপাশি চিনও অংশগ্রহন করছে এই ড্রিলে বলে জানা গেছে। রাশিয়ান স্টেট নিউজ এজেন্সির সূত্রে প্রকাশিত হয়েছে এই খবর।

এদিন দক্ষিণ আফ্রিকার রিচার্ড বে বন্দরে এসে উপস্থিত হয় রাশিয়ার যুদ্ধজাহাজটি। শুক্রবার থেকে এই যৌথ মহড়া শুরু করা হবে । তবে এটিকে নিছকই একটি মহড়া বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তবে এই যৌথ মহড়ার পরিকল্পা ঠিক এমন সময়ে,  যখন ইউক্রেনে  যুদ্ধের ১ বছর পূর্ণ করল রাশিয়া। এর পাশাপাশি পরমানু চুক্তি যা রাশিয়া আমেরিকার মধ্যে সম্পন্ন হয়েছিল সে থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছে পুতিন।

রাশিয়ার গরর্সকভ নামের এই যুদ্ধ জাহাজটিকে জানুয়ারীর ৪ তারিখ পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। এতে রয়েছে  জিরকন মিসাইল যার সর্বোচ্চ রেঞ্জ ৯০০ কিলোমিটার। শুধু তাই নয় শব্দের চেয়েও দ্রুত বেগে ছোটা এই মিসাইল যে কোন মূহূর্তে প্রতিপক্ষকে ফেলতে পারে বিপদে।

জানুয়ারীতে পশ্চিম আতলান্তিক মহাসাগরে গরর্সকভের  ক্ষমতাকে পরীক্ষা করা হয়।