Xi Jinping Meets Vladimir Putin: মস্কোয় 'ডিয়ার ফ্রেন্ড' পুতিনের সঙ্গে বৈঠকে জিংপিং, যুদ্ধের মাঝে এক ফ্রেমে চিনা-রাশিয়া
Meeting between Putin and Chinese President Xi Jinping begins in the Kremlin. (Photo Credits: Twitter)

মস্কো, ২০ মার্চ: বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে থেকে এমন কথাই বোঝালেন চিনের প্রেসিডেন্ট শিং জিংপিং। মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের আগে তাঁকে মাই ডিয়ার ফ্রেন্ড বলে কথা শুরু করলেন। ফের চিনের মসনদে বসা নিশ্চিত করে সবার আগে রাশিয়া সফরে গেলেন জিংপিং। সোমবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসলেন জিংপিং। তিনদিনের রাশিয়া সফরে এসে সবার আগে পুতিনের সঙ্গেই আলোচনায় বসলেন চিনের প্রেসিডেন্ট। দুটো দেশই বেশ শক্তিধর, আর আন্তর্জাতিক দুনিয়ায় বেশ কোণঠাসা।

দুটো দেশেরই চরম শত্রু আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই ইউরোপের দেশগুলি চটে যাবে জেনেও মস্কোয় পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করে জিংপিং বুঝিয়ে দিলেন, চিন-রাশিয়ার চিরকালীন বন্ধুত্বের কথা। দুই দেশের বানিজ্যিক সম্পর্কের কথা আরও জোরদার করার কথা জোর দিলেন পুতিন ও জিংপিং। উঠল সামরিক সহায়তার প্রসঙ্গও। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে চিনের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও জিংপিংয়ের সামনে জানালেন পুতিন। আরও পড়ুন-ক্যালিফোর্নিয়ার সান জোয়াকুইনে বন্যা পরিস্থিতি, সরানো হচ্ছে বাসিন্দাদের

দেখুন ভিডিয়ো

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ বিশ্বের শক্তিধর দেশের রোষানলে পড়েছে রাশিয়া। যুদ্ধপরাধের দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক ক্রিমিনাল আদালত (ইন্টারন্যাশানল ক্রিমিনাল কোর্ট)।