Vladimir Putin (Photo Credit: Instagram)

মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার জন্য দায়ি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলি। এবার এমনই অভিযোগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জন্য গোটা বিশ্ব জুড়ে যে অস্থিরতা চলছে, তার জন্য দায়ি আমেরিকা। পশ্চিমী দেশগুলি একযোগে এই বিশ্বব্যাপী এই অস্থিরতা তৈরি করেছে বলে অভিযোগ করেন পুতিন। বিশ্বব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে নিজেদের লাভ ক্ষতির হিসেব করতে ব্যস্ত আমেরিকা এবং পশ্চিমী দেশগুলি। মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করে নিজেদের আখের গোছাতেই এই ধরনের অস্থিরতা তৈরি করা হয়েছে বলে আমেরিকা এবং তার মত্র দেশগুলির বিরুদ্ধে পুতিন তোপ দাগেন।

পুতিনের কথায়, মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করে, রাশিয়ার অভ্যন্তরেও অশান্তি তৈরি করতে চাইছে আমেরিকা এবং ইউরোপের দেশগুলি। বর্তামেন গোটা বিশ্বের সামনে নিজেদের শক্তি ক্ষয় হচ্ছে দেখে তা মানতে পারছে না আমেরিকা। গোটা বিশ্বের কাছে ক্ষমতা লোপ পাচ্ছে, এই পরিস্থিতি থেকে বেরোতে চাইছে ওয়াশিংটন। তার জেরেই মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করে রাশিয়াকে বিপাকে ফেলতে চাইছে আমেরিকা। এমনও অভিযোগে সরব হন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।