Russia-Ukraine War: পূর্ব ইউক্রেনের সিভিয়েরোডোনেৎস্কে এক নাগাড়ে আক্রমণ, রাশিয়ার হামলায় মৃত্যু ১৫০০ মানুষের
Russia-Ukraine War (Photo Credit: File photo)

কিভ, ২৭ মে:  পূর্ব ইউক্রেন (Ukraine) দখলে কার্যত আগ্রাসী রূপ নিয়েছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের সিভিয়েরোডোনেৎস্কে হামলা চালিয়ে রুশ সেনা প্রায় ১৫০০ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ ওই শহরের মেয়রের। সিভিয়েরোডোনেৎস্কের মেয়র জানান, ওই শহরের প্রায় ১৩ হাজার মানুষের উপর হামলা চালায় পুতিন (Vladimir Putin) বাহিনী। রুশ সেনার একের পর এক হামলার জেরে সিভিয়েরোডোনেৎস্কের প্রায় ১৫ মানুষের মৃত্যু হয়েছে।  শুধু তাই নয়, সিভিয়েরোডোনেৎস্কের জনবসতিপূর্ণ এলাকার একাধিক ঘরবাড়ি রুশ গোলার আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।

পূর্ব ইউক্রেনর জনবাসের মধ্যে পড়ছে সিভিয়েরোডোনেৎস্ক ।  রাশিয়ার (Russia) নজরে থাকা পূর্ব ইউক্রেনের এই অঞ্চলে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশ সেনা। ফলে সিভিয়েরোডোনেৎস্ক দখল করতে ইউক্রেনের ওই অ়্চলে ক্রমাগত হামলা চালাচ্ছে পুতিন বাহিনী।

আরও পড়ুন:  Manjusha Neogi: পল্লবী, বিদিশার পর মঞ্জুষা, কেন আত্মহত্যা করলেন মডেল অভিনেত্রী? উত্তর খুঁজছে পুলিশ

সিভিয়েরোডোনেৎস্কে রুশ আধিপত্য বিস্তার করতে সেখানকার মানুষের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তার জেরেই ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।