Russia-Ukraine War: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) বৈঠক চলছে। হোয়াইট হাউসে চলছে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক। রাশিয়া এবং ইউক্রেনের (Russia-Ukraine War) যুদ্ধ বন্ধ করতেই ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে যখন পুতিনের বৈঠক চলছে, সেই সময় ইউক্রেনে ফের হামলা চালাল রাশিয়া।
সোমবার ইউক্রেনের একাধিক জায়গায় রুশ ক্ষেপনাস্ত্র আছড়ে পড়তে শুরু করে। ইউক্রেনের খারকিভ, জোপারজ়িয়া, সুমি প্রদেশে একের পর এক রুশ ক্ষেপনাস্ত্র আছড়ে পড়তে শুরু করে। ট্রাম্প, জেলেনস্কির বৈঠকের মাঝেই রুশ ক্ষেপনাস্ত্র ইউক্রেনের ৩ প্রদেশে পড়তে শুরু করে।
রুশ ক্ষেপনাস্ত্রের আঘাতে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনে। মিলছে এমন খবর। যে ১০ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনে রুশ ক্ষেপনাস্ত্রের আঘাতে, তার মধ্যে ১৬ বছরের এক কিশোরী যেমন রয়েছে, তেমনি এক বছরের এক ছোট্ট শিশুরও থাকার খবর মিলছে।
দেখুন সেই ভিডিয়ো যখন রাশিয়া একের পর এক ক্ষেপনাস্ত্র ছুঁড়ছে ইউক্রেনের বিভিন্ন প্রদেশে...
All talk of “progress in peace talks” is pointless while Russians keep killing civilians.
Today they atacked Kharkiv, Sumy and Zaporizhzhia. Hole family killed in Kharkiv — a 16-year-old and a 1-year-old child. Over 10 civilians killed just this morning. pic.twitter.com/eHIlqfK4s3
— Ihor Lachenkov (@igorlachenkov) August 18, 2025
সবে সবে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধেই পুতিন-ট্রাম্প বৈঠকে যেমন বসেন, তেমনি শুল্ক নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়।
পুতিনের পর মার্কিন মুলুকে উড়ে যান ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ থামাতে তিনি ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ইউরোপের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক সেরে নেন বলে খবর। তবে জেলেনস্কির সঙ্গে সঙ্গে শান্তি বৈঠকের বিষয়ে চ্রাম্প আলোচনা করছেন, সেই সময় হঠাৎ করেই রাশিয়া ফের হামলা চালাল ইউক্রেনে।