Russia-Ukraine War (Photo Credit: Twitter)

মস্কো, ২৩ মার্চ: চিনা (China) প্রেসিডেন্ট জিংপিন রাশিয়া থেকে বিদায় নেওয়ার সময়ই ফের ইউক্রেনে (Ukraine)  হামলা চলল। জিংপিন ক্রেমলিন থেকে বিদায় নেওয়ার সময়ই ইউক্রেনের একাধিক শহরে হামলা চালাল রাশিয়া। বুধবার রাশিয়া থেকে বিদায় নেন জিংপিন। তখনই ইউক্রেনের জাপোরিজিয়ার পরপর দুটি বহুতলে হামলা চালায় রুশ মিসাইল। রাশিয়ার হামলার জেরে ১ জনের মৃত্যু হয়েছে, ৩৩ জন আহত বলে খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জাপোরিজিয়ার যে দুটি বহুতলে রুশ ক্ষেপনাস্ত্র হামলা চালায়, সেখানে সাধারণ মানুষের বসবাস। সাধারণ মানুষ ছাড়া ওই অঞ্চলে কোনও সেনা কর্মীরা নেই বলে জেলেনস্কি জানান। তা সত্ত্বেও রুশ ক্ষেপনাস্ত্রের মাধ্যমে সেখানে নির্দিদ্ধায় হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:  'ডিয়ার ফ্রেন্ড' পুতিনকে চলতি বছরেই চিনে আমন্ত্রণ প্রেসিডেন্ট জিংপিংয়ের

রুশ হামলা (Russia) ঠেকাতে বিশ্বের প্রতিটি দেশের হাত মেলানো উচিত। রাশিয়া যেভাবে দিনের পর দিন ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে, তা বন্ধ করতে এবার সবার একযোগে প্রতিবাদ করা উচিত বলে ক্ষোভ উগরে দেন ভলোদিমির জেলেনস্কি।