ইউক্রেনের (Ukraine) সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা চালাল রাশিয়া (Russia)। ইউক্রেনের রাজধানী শহর কিভে (Kyiv) সে দেশের যে সবচেয়ে বড় শিশু হাসপাতাল (Child Hospital) রয়েছে, এবার রুশ সেনা সেখান হামলা চালায়। যার জেরে বহু মৃত্যুর খবর মেলে। সেই সঙ্গে আহতও অনেক। রুশ হামলার আঁচ পেতেই হাসপাতাল থেকে কয়েকশ শিশুকে বাইরে বের করে নিরাপদ জায়গায় রাখা হয়। তবে চিকিৎসার মাঝ পথে বহু শিশুকে হাসপাতাল থেকে সরানোয় বিপদ বাড়ছে বৈ কমছে না বলেই মনে করছে কর্তৃপক্ষ।
হামলার পর উঠে আসতে শুরু করে ভয়াবহ ছবি...
Rescue workers were clearing debris and Ukraine was in mourning the day after deadly Russian strikes tore open a children's hospital and sparked international condemnation.https://t.co/SYhnoX4rkL
— AFP News Agency (@AFP) July 9, 2024
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিভের শিশু হাসপাতালে আছড়ে পড়ে প্রায় ৪৪টি রুশ ক্ষেপনাস্ত্র। যার জেরে কয়েক মুুহূর্তের মধ্যে ৪৩ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত বহু। আহতদের অন্যত্র স্থানান্তিরত করা হয়। পাশাপাশি জরুরি ভিত্তিতে যাদের চিকিৎসার প্রয়োজন, তাদেরও সরানো হয় বলে জানান জেলেনস্কি।
দেখুন ভিডিয়ো...
Day of mourning in Ukraine as rescuers clear rubble from children's hospital in Kyiv hit by Russian strikeshttps://t.co/m64kKTp2qk pic.twitter.com/zhTbOh97bP
— AFP News Agency (@AFP) July 10, 2024
হামলার ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই সেখানে জোরকদমে উদ্ধার কাজ শুরু করে ইউক্রেন প্রশাসন। ধ্বংসস্তূপে যাতে কেউ আটকে না থাকে, তা নিশ্চিত করতে অত্যন্ত সাবধানে উদ্ধার কাজ চলছে বলে খবর।