Russia Strikes Ukraine Child Hospital.jpg (Photo Credit: Twitter)

ইউক্রেনের (Ukraine) সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা চালাল রাশিয়া (Russia)। ইউক্রেনের রাজধানী শহর কিভে (Kyiv) সে দেশের যে সবচেয়ে বড় শিশু হাসপাতাল (Child Hospital) রয়েছে, এবার রুশ সেনা সেখান হামলা চালায়। যার জেরে বহু মৃত্যুর খবর মেলে। সেই সঙ্গে আহতও অনেক। রুশ হামলার আঁচ পেতেই হাসপাতাল থেকে কয়েকশ শিশুকে বাইরে বের করে নিরাপদ জায়গায় রাখা হয়। তবে চিকিৎসার মাঝ পথে বহু শিশুকে হাসপাতাল থেকে সরানোয় বিপদ বাড়ছে বৈ কমছে না বলেই মনে করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Russia-Ukraine War: পুতিনের শান্তির বার্তার মাঝেই ইউক্রেনের একাধিক শহরে হামলা রাশিয়ার? মিলছে মৃত্যুর খবর

হামলার পর উঠে আসতে শুরু করে ভয়াবহ ছবি...

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিভের শিশু হাসপাতালে আছড়ে পড়ে প্রায় ৪৪টি রুশ ক্ষেপনাস্ত্র। যার জেরে কয়েক মুুহূর্তের মধ্যে ৪৩ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত বহু। আহতদের অন্যত্র স্থানান্তিরত করা হয়। পাশাপাশি জরুরি ভিত্তিতে যাদের চিকিৎসার প্রয়োজন, তাদেরও সরানো হয় বলে জানান জেলেনস্কি।

দেখুন ভিডিয়ো...

 

হামলার ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই সেখানে জোরকদমে উদ্ধার কাজ শুরু করে ইউক্রেন প্রশাসন। ধ্বংসস্তূপে যাতে কেউ আটকে না থাকে, তা নিশ্চিত করতে অত্যন্ত সাবধানে উদ্ধার কাজ চলছে বলে খবর।