Russian Missile Attacks Ukraine's City (Photo Credit : File Photo)

মস্কো, ২২ মে: মস্কোর (Moscow) সঙ্গে কিভের লড়াইয়ের মাঝে এবার ফের নতুন করে সুর চড়ালেন রাশিয়ার (Russia) মন্ত্রী। রুশ মন্ত্রী অ্যালেক্সান্ডার গ্রুসকো বলেন, মস্কোর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনকে (Ukraine) যেভাবে এফ-১৬ যুদ্ধ বিমান সরবারহ করা হচ্ছে,তা অত্যন্ত বিপজ্জনক। ন্যাটোর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমের দেশগুলি যদি ইউক্রেন এফ-১৬ যুদ্ধ বিমান সরবারহ করতে থাকে, তাহলে বিপদ সামনে। ইউক্রেনকে যুদ্ধ বিমান যোগানোর ফল পেতে হবে পশ্চিমের দেশগুলিকে। এভাবেই  সুর চড়ান পুতিনের মন্ত্রী। পশ্চিমের দেশগুলি বার বার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মাঝে নাক গলাচ্ছে। অবিলম্বে তা বন্ধ না করলে, পশ্চিমের দেশগুলিকে এর ফল ভোগ করতে হবে বলে স্পষ্ট জানানো হয় রুশ বিদেশমন্ত্রীর তরফে।

রাশিয়ার কাজের উপর বার বার বাধা সৃষ্টি করলে, তার ফলের জন্য পশ্চিমের দেশগুলি তৈরি থাকুক বলেও সুর চড়ানো হয় মস্কোর তরফে। নিজের গোলে পৌঁছতে রাশিয়া সবকিছু করতে পারে বলেও সুর চড়ানো হয়।

ন্যাটো বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে নাক গলাতে শুরু করেছে বলে অভিযোগ করা হয় ক্রেমলিনের তরফে। ইউক্রেন যেভাবে ক্রিমিয়ায় বারবার আঘাত করছে,তা রাশিয়ায় হামলার সমান বলেও মন্তব্য করা হয়।