কিভ, ১০ অক্টোবর: ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) মিসাইল হামলার জেরে গোটা বিশ্ব জুড়ে ফের তোলপাড় শুরু হয়েছে। রুশ সেনা যেভাবে ইউক্রেনের মানুষের উপর হামলা শুরু করেছে, তা 'যুদ্ধ অপরাধের' সমান। ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে এভাবেই ফের তোপ দাগল ইউরোপীয় ইউনিয়ন (EU)। ইউক্রেনে হামলার নামে রাশিয়া নিরপরাধ মানুষকে নিশানা করছে বলেও অভিযোগ করা হয় ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে। অন্যদিকে ইউক্রেনের মানুষের উপর রাশিয়া হামলা চালায়নি। ইউক্রেনে রুশ সেনা বিশেষ সেনা অভিযান চালিয়েছে বলেও পালটা দাবি করা হয় ক্রেমলিনের তরফে।
The Kremlin said today that a huge missile salvo across #Ukraine launched by its forces was within the framework of what Russia calls its "special military operation" in Ukraine: AFP News Agency
While, EU says Russia targeting civilians 'amounts to a war crime': AFP News Agency
— ANI (@ANI) October 10, 2022
সোমবার রাশিয়া যখন ৭৫টি মিসাইল নিয়ে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালায়, সেই সময় কার্যত আঁধার নেমে আসে। রুশ সেনার হামলার জেরে ইউক্রেনের বিভিন্ন প্রদেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ফলে অন্ধকার নেমে আসে ইউক্রেনের একাধিক শহরে। ফলে মানুষের মধ্যে আরও বেশি করে আতঙ্ক ছড়ায়।
Power cuts reported in several Ukraine regions after attacks, reports AFP News Agency citing Officials
— ANI (@ANI) October 10, 2022
প্রসঙ্গত সোমবার ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছে।