Russia Passenger train clash

রাশিয়ার কোমি রিপাবলিকের একটি যাত্রীবাহী ট্রেনের নয়টি বগি ট্র্যাক থেকে ছিটকে গিয়ে এক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়। ঘটনায় ৭০ জনের মতো লোক আহত হয়েছে।রাশিয়ান রেলওয়ের সূত্র অনুসারে রাশিয়া ভিত্তিক নিউজ চ্যানেল আরটি নিউজ জানিয়েছে, ৭০ জনের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, তবে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ট্রেন নং ৫১১টি  আর্কটিক সার্কেলের উপরে উত্তর-পূর্ব কোমির ভোরকুটা থেকে নভোরোসিয়স্কের ব্ল্যাক সি বন্দরের মধ্যে প্রায় ৫০০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ভ্রমণ করছিল। রাশিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ইন্টা শহরের কাছে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে (স্থানীয় সময়) ট্রেনটি লাইনচ্যুত হয়।রাশিয়ান রেলওয়ে টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছে যে-  "ঘটনার পরেই জরুরী পরিষেবাগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যাত্রীদের সহায়তা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, এছাড়া ট্রেন দুর্ঘটনায় ভুক্তভোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।ওই বিভাগে যান চলাচল স্থগিত করা হয়েছে।" আরটি নিউজের খবর অনুসারে রেলওয়ে অপারেটর জানিয়েছে, ট্রেন ৫১১ তে ২৩২ জন যাত্রী সহ মোট ১৪টি বগি অন্তর্ভুক্ত ছিল।

রাশিয়ান রেলওয়ের মতে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত লাইনচ্যুত হওয়ার অন্যতম কারণ হতে পারে । তাছাড়াও রাশিয়ান রেলওয়ে লাইনচ্যুত হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে জেনারেল ডিরেক্টর ওলেগ বেলোজারভের নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও গঠন করেছে। ক্ষতিগ্রস্থদের পুনরুদ্ধার করতে দুটি ট্রেন ওই স্থানে পাঠানো হয়েছে বলে  আরটি নিউজ জানিয়েছে।