ফের কিয়েভে হামলা চালাল রাশিয়ার (Russia) সেনা। গত বুধবার রাতে ইউক্রেনের রাজধানীতে ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। আর এই হামলায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৫৬ জন। তবে বৃহস্পতিবার সেই মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়। আহত কমপক্ষে ৫২। মৃতদের মধ্যে ৬ বছরের একটি কিশোরও রয়েছে। ইউক্রেন প্রশাসন সূত্রের খবর, গতরাতে স্ব্যাতোশিনস্কি ও সোলোমিয়ানস্কি জেলায় হামলা চালিয়েছে রাশিয়া। মৃতদের মধ্যে ৪ জন স্ব্যাতোশিনস্কি ও বাকিরা সোলোমিয়ানস্কির বাসিন্দা ছিলেন।
ঘন বসতিপূর্ণ এলাকা টার্গেট করছে রাশিয়া
রুশ সেনা এখন মূলত ইউক্রেনের ঘন বসতিপূর্ণ এলাকাগুলিকে টার্গেট করে হামলা চালাচ্ছে। সেই কারণে এই হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে আবাসিক ভবন, স্কুলের মতো জায়গাগুলি। এর আগে গত মঙ্গলবার চেরনিহিভ প্রদেশের হোনচারিভস্কে অঞ্চলের ১৬৯ তম সেনা ট্রেনিং ক্যাম্পে হামলা চালিয়েছিল রুশ সেনা। সেখানে মৃত্যু হয় ৩ জন সেনাকর্মীর। আহত কমপক্ষে ১৮ জন। এছাড়া ওই এলাকায় ঘন বসতিপূর্ণ এলাকায় হামলা চালানোর জেরে মৃত্যু হয়েছিল ৫ জন সাধারণ নাগরিকের।
যুদ্ধ থামাতে আগ্রহী নন কোনও পক্ষই
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের বয়স পেরিয়েছে ১২৫৪ তম দিন। এখনও পর্যন্ত এই যুদ্ধ থামানো সম্ভব হয়নি কারোর। রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রনেতারা যুদ্ধের মাধ্যমেই সমস্যার সমাধান করতেই বেশি আগ্রহী। অন্যদিকে মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকেই হুঁশিয়ারি দিচ্ছেন। এখন দেখার আগামী দিনে কোন রাস্তায় হাঁটে পুতিন বা জেলেনস্কিরা।