Russia Earthquake Video (Photo Credit: X/Screengrab)

Tsunami Alert: প্রবল ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছে রাশিয়া (Russia Earthquake)। ৮.৮ মাত্রার তীব্র কম্পনে রাশিয়া যখন দুলে উঠতে শুরু করে, সেই সময় মানুষ প্রাণ বাঁচাতে আর্ত চিৎকার শুরু করেন। রাশিয়ার তীব্র কম্পনের মাঝে উঠে এল এক ভয়াবহ ছবি। যেখানে চিকিৎসকরা যখন অপারেশন থিয়েটারে ছিলেন, সেই সময় প্রবল ঝটকা অনুভূত হয়, আর তাতেই তাঁরা রোগীর বিছানা আঁকড়ে সেখানে দাঁড়িয়ে থাকেন। রোগীর অস্ত্রোপচার কীভাবে করবেন, প্রবল ঝটকায় কোনও চিকিৎসক সেখানে দাঁড়াতেই পারছিলেন না। রোগীর বিছানা আঁকড়ে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চিকিৎসকদের। রাশিয়া থেকে এমনই একটি ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা নিয়ে গোটা বিশ্ববাসীর মনে আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন: Tsunami In California Video: সমুদ্র যেন হা করে গিলতে আসছে, সুনামি আছড়ে পড়ল ক্যালিফোর্নিয়া উপকূলে, ভিডিয়ো দেখুন

দেখুন ভূমিকম্প শুরু হলে চিকিৎসকরা কী করেন অপারেশন থিয়েটারের মধ্যে...

 

২০২৫ সালে জাপানে (Japan Tsunami) ভয়াবহ ভূমিকম্প, সুনামি আছড়ে পড়তে পারে বলে বাবা ভাঙা (Baba Vanga) আগেই ভবিষ্য়তবাণী করেছিলেন। বাবা ভাঙার সেই ভবিষ্যতবাণী কি শেষ পর্যন্ত চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে রাশিয়ার তীব্র কম্পনের পর জাপানে যেমন সুনামির ঢেউ আছড়ে পড়ে। তেমনি হাওয়াই, ক্যালিফোর্নিয়াতেও (California Coast) সুনামি আছড়ে পড়তে শুরু করে। ফলে এই কম্পনের ভয়াবহতা আর কতটা, কেমনভাবে গোটা বিশ্বকে দেখতে হবে, তা নিয়ে ছড়াচ্ছে আশঙ্কা।

অন্যদিকে ক্যালিফোর্নিয়াতে যখন সুনামি আছড়ে পড়ে, সেই সময় উদ্ধার কাজ শুরু করে প্রশাসন। কোনও মানুষকে যাতে সুনামির ভয়াবহতায় প্রাণ হারাতে না হয়, তার জন্য আগেভাগেই যেমন সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন, তেমনি উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র ভয়ানক রূপ নিতে শুরু করলে, সাধারণ মানুষকে নিরাপদে, উঁচু জায়গায় সরানোর কাজ ট্রাম্প সরকারের তরফে শুরু করা হয়।