
Russia-Ukraine War: রাশিয়ার ওপর পাল্টা হামলা চালিয়ে যুদ্ধের পাশা ঘুরিয়ে দিয়েছে ইউক্রেন। নজিরবিহীন ড্রোন হামলায় পুতিনের দেশের বিমান ঘাঁটিতে ৪০টি যুদ্ধবিমান ধ্বংস করে জেলেনস্কি তাক লাগিয়ে দিয়েছেন। জোর জল্পনা, ইউক্রেনের ওপর এই রাগে এবার আর মিসাইল, ড্রোন নয়, পুতিন হয়তো পরমাণু অস্ত্রেও ব্যবহার করতে পারেন। যুদ্ধের এই চরম আবহেই এদিন তুরস্কে হওয়া দুই দেশের দ্বিতীয় দফার শান্তি বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হল। এক ঘণ্টার বৈঠক (Peace Talk) শেষে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষকর্তারা স্থির করলেন, দুই দেশ যুদ্ধে মৃত তাদের সেনাকর্মী, জওয়ানদের দেহ প্রত্যপর্ণ করবেন।
৬ হাজার সেনা-জওয়ানের মৃতদেহ একে অপরকে ফেরাবে দুই দেশ
তার মানে গত তিন বছর ধরে যুদ্ধে রাশিয়ার মাটিতে ইউক্রেনের যেসব সেনা মারা গিয়েছেন এবং ইউক্রেনের মাটিতে যত রুশ সেনা মারা গিয়েছেন, এবার তাদের মৃতদেহ একে অপরকে ফেরত দেবে। দুই দেশের মোট ৬ হাজার সেনার দেহ রাশিয়া ও ইউক্রেন একে অপরকে ফেরত দেবে। ক দিন আগেই রাশিয়া ও ইউক্রেনে নিজেদের মধ্যে যুদ্ধবন্দিদের প্রত্যপর্ণ করেছে।
দেখুন খবরটি
#Russia and #Ukraine agree at peace talks to swap 6,000 bodies of soldiers killed in actionhttps://t.co/vfgJ7XrAky
— News Daily 24 (@nd24_news) June 2, 2025
যুদ্ধে দুই দেশের কতজন সেনা মারা গিয়েছেন
প্রসঙ্গত, ইউক্রেনের দাবি গত তিন বছরে যুদ্ধে তাদের ৪৩ হাজার সেনা জওয়ান মারা গিয়েছেন, আর জখম হয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার জন। সেখানে রাশিয়ার দাবি তাদের প্রায় ৬ হাজার সেনা-জওয়ান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তবে বেসরকারী হিসেবে দুই দেশ মিলিয়ে প্রায় দেড় লক্ষ সেনা গত তিন বছরে মারা গিয়েছেন।