Norfolk Southern derailment in Ohio continues to burn. (Photo Credits: Twitter)

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়োতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রাসয়নিক বোঝাই একটি মালবাহি ট্রেন ইলিনোইস থেকে পেনসেলভিনিয়া যাওয়ার সময় ইস্ট প্যালেস্টাইন নামের এক ছোট শহরের কাছে লাইনচ্যুত হয়ে যায়। মালবাহি এই ট্রেনটিতে ছিল ১০০টিরও বেশী গাড়ি, আড়াইশোর মত বাইক।  এরপরই দুর্ঘটনায় পড়া ট্রেনটি লাইন থেকে উল্টে গিয়ে আগুন ধরে যায়। রাসায়নিক থাকায় আগুনের বহর মিনিটে মিনিটে দ্বিগুণ লাড়তে থাকে। আগুন ক্রমশ আকারে বড় হয়ে শহরে ঢুকে শুরু করে। এদিকে, ট্রেনে রাসায়নিক বাতাসে ছড়িয়ে স্থানীয় মানুষদের গলা জ্বালা, চোখ জ্বালা হতে শুরু করে।

শহর জুড়ে এমার্জেন্সি জারি করা হয়। দুর্ঘটনাস্থলে এক-দেড় কিলোমিটারের মধ্যে থাকা শহরের অন্তত ২ হাজার মানুষদের অন্যত্র সরানো হয়। ভয়াবহ আগুন লাগাতে প্রথমে আনা হয়েছিল ৫০টি দমকল। পরে তা আরও বাড়তে থাকে। কপ্টার থেকে জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

দেখুন ভিডিয়ো

জানেট মেক নামের স্থানীয় এক বাসিন্দা জানান, " প্রচন্ড জোরে একটা শব্দ পেয়ে বাইরে এসে দেখি আগুনের লেলিহান শিখা। তারপর সেটা ক্রমশ আকারে বাড়তে থাকে। ততক্ষণ আমাদের খুব চোখ জ্বালা আর গলা ব্যথা শুরু হয়েছে। প্রতিবেশীদের বমি করতেও দেখি। পরে আমাদের উদ্ধার করে নিরাপদ শিবিরে রাখা হয়।"

দেখুন ছবিতে

পেনসিলভিনিয়া এবং ওহিয়োর সীমান্তবর্তী ছোট্ট শহর ইস্ট প্যালেস্টাইনে ট্রেন থেকে এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ৪৭০০ জন বাসিন্দার এই ছোট্ট শহরের অর্ধেকই এখন ঘরছাড়া। শান্ত, সুন্দর ইস্ট প্য়ালেস্টাইনকে জ্বালিয়ে দিয়ে গেল একটা ট্রেন দুর্ঘটনা।