Rome Gas Station Massive Explosion: রোমের একটি পেট্রোল পাম্পে সাংঘাতিক বিস্ফোরণেরে ঘটনা। ৪ জুলাই, শুক্রবার সকালে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী রোমবাসী। বিশাল অগ্নিকুণ্ডের চেহার নিয়েছিল পেট্রোল পাম্প। আগুন এতটাই তীব্র ভাবে আকাশে ঠেলে উঠেছিল যে শহরের বিভিন্ন জায়গা থেকে তা দৃশ্যমান ছিল। বিস্ফোরণের জেরে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। সেই সংখ্যাটি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে তিনজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের বিভিন্ন ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রোমে পেট্রোল পাম্প বিস্ফোরিত হয়ে আহত ২০ জনের বেশি
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, ইতালির রাজধানী রোমের ভিয়া দেই গোর্দিয়ানি এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে বিকট শব্দে ওই পেট্রোল পাম্পটি বিস্ফোরিত হয়। আগ্নেয়গিরির আকারে আগুন ঠেলে বেরিয়ে আসে। আতঙ্কে প্রাণ হাতে নিয়ে যে যার মত ছুটে পালানোর চেষ্টা করেন। বিস্ফোরণের আগে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এটি নিছকই কোন দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোন ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পেট্রোল পাম্প বিস্ফোরণের সাংঘাতিক দৃশ্য
BREAKING : New Close-up video shows a massive explosion at a gas station in Rome, Italy, leaving at least 10 people injured — according to ANSA. pic.twitter.com/p9RvTU1723
— Weather Monitor (@WeatherMonitors) July 4, 2025
বিস্ফোরণের পরে পেট্রোল পাম্পের আশেপাশের সমস্ত বিল্ডিং, আবাসন, ভবন খালি করানো হয়েছে। একটি ভবন থেকে প্রায় ৪০ জনকে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। গোটা এলাকা জুড়ে বেজে চলেছে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সের সাইরেন। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল দমকল বাহিনীকে। আহতদের মধ্যে পুলিশ, দমকলকর্মী এবং এলাকার বাসিন্দারাও রয়েছেন। তাঁদের সকলকে উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।