গাভিন নিউজম(Photo Credits: AFP)

ক্যালিফোর্নিয়া, ২৯ জুন: ফের হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে লস-অ্যাঞ্জেলস সহ সাতটি দেশে ফের লকডাউন বলবৎ করল ক্যালিফোর্নিয়া (California)। সব জায়গার বারগুলিতে পড়েছে তালা। মূলত পুনরায় করোনার সংক্রমণ বাডতে শুরু করায় তা রুখতেই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে এক টুইট বার্তায় গভর্নর গাভিন নিউজম জানান, মার্কিন মুলুকের ফ্রেসনো, ইম্পেরিয়াল, কার্ন, কিংস, লস-অ্যাঞ্জেলস, সান জোয়াকিন, টুলারের মতো জায়গার বার পাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা এই জায়গাগুলির খুব কাছেই রয়েছে কন্ট্রা কোস্টা, রিভারসাইট, সাক্রামেন্টো, সান বারনারডিনো, সান্টা বারবারা, সান্টা ক্লারা, স্টানিসলাউস, ভেনটুরা। তবে এই প্রথম নয়। এর আগে গত মার্চের মাঝামাঝি সময়েও ঠিক একইভাবে বার ও রেস্তরাঁ বন্ধের নির্দেশ দিয়েছিলেন নিউজম। আরও পড়ুন-Coronavirus Cases in West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৭ হাজার ২৮৩ জন, মৃত্যু হয়েছে ১০ জনের

মার্চের মাঝামাঝিতে মার্কিন মুলুকে করোনার সংক্রমণ প্রথম বাড়তে শুরু করেছিল। একই পরিস্থিতি ফিরে আসায় ফের একই নির্দেশ জারি করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। গত শনিবার সারাদিনে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ায় ৬ হাজার নতুন কোভিড রোগীর সন্ধান মিলেছে। সেখানে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০০ জনের। ওয়ার্ল্ডো মিটার রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৪২ হাজার ৯৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৪ হাজার ৩৬৬ জনের। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের সমস্ত দেশকে পিছনে ফেলে দিয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২৬ লক্ষ ৩৭ হাজার ৭৭ জন। মৃতের তালিকায় রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৪৩৭ জন।