বার্মিংহাম, ৬ সেপ্টেম্বর: ব্রিটেনের বার্মিংহাম সিটি সেন্টারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হামলা। ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশ এটিকে বড় ঘটনা বলে ঘোষণা করেছে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে যে রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ হামলার খবর তাদের কাছে আসে। পুলিশের অফিসাররা আরও জানিয়েছেন যে একই সময়ে ওই অঞ্চলে আরও কয়েকটি ছুরি দিয়ে আঘাত করার খবর পাওয়া গেছে
পুলিশ বাহিনী বলেছে, "আমরা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। তবে এই মুহুর্তে কতজন গুরুতর তা বলার মতো অবস্থানে নেই। কারোর মৃত্যু হয়েছে কি না তাও জানা নেই।"
#UPDATE | We can confirm that at approximately 12:30am today we were called to reports of a stabbing in #Birmingham city centre.
We immediately attended, along with colleagues from the ambulance service. A number of other stabbings were reported in the area shortly after.
— West Midlands Police (@WMPolice) September 6, 2020
সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থানে পাঠানো হয়েছে বলে পুলিশের তরফে আরও জানানো হয়েছে। জখমদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।