মস্কো, ৩০ অগাস্ট: পশ্চিম রাশিয়ার পেসকভ বিমানবন্দরে হামলা চালাল ড্রোন। পশ্চিম রাশিয়ার ওই বিমানবন্দরে হামলার দেরে পরপর ৪টি বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। পেসকভ বিমানবন্দরে ড্রোন হামলার জেরে ৪টি বিমানের ক্ষতি হলেও, কারও আহত বা নিহতর খবর মেলেনি বলে জানানো হয় ক্রেমলিনের তরফে।
Drone attack at airport in western #Russia: The regional governor says Putin's military is repelling assault in the city of #Pskov near the Estonian border.
For more news updates, follow us at @TheNewsTrending pic.twitter.com/E0GOmXYPTS
— Hot news (@TheNewsTrending) August 29, 2023
ড্রোন হামলার পর রাশিয়ার সংবাদমাধ্যমের তরফে বেশ কয়েকটি ফুটেজ শেয়ার করা হয়। যেখানে পেসকভ বিমানবন্দর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী গগনভেদ করে উপরের দিকে উঠতে শুরু করে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিমানবন্দরের আশপাশে যাঁরা থাকেন, তাঁরা বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পান বলেও জানান।
জানা যাচ্ছ, পশ্চিম রাশিয়ার পেসকভ বিমানবন্দরটি লাটভিয়া এবং ইস্টোনিয়া সীমান্তবর্তী এলাকায়। ফলে এই বিমানবন্দরে ড্রোন হামলা তুলনামূলকভাবে সহজ বলেই তা করা হয়েছে বলে অনুমান মস্কোর।