Ukraine Russia War: মানব সম্পদের ক্ষতিকারক কোনও কেমিক্যাল বায়োলজিক্যাল অস্ত্র ইউক্রেনে তৈরি হয় না, বললেন ভলোদিমির জেলেনস্কি
Volodymyr Zelensky

কিভ, ১১ মার্চ:  মানব সম্পদের চরম ক্ষতির জন্য ইউক্রেনে কোনওরকম বায়োলজিক্যাল বা কেমিক্যাল অস্ত্রশস্ত্র তৈরি হয় না। রাশিয়ার অভিযোগকে উড়িয়ে বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ( Volodymyr Zelensky)। জেলনস্কির ফেসবুকে শুক্রবার সকালে সর্বশেষ ভিডিওটি আপলোড হয়েছে। সেখানেই প্রেসিডেন্টকে বলতে শোনা যাচ্ছেে,  "আমি একটা উপযুক্ত দেশের প্রেসিডেন্ট। সেই সঙ্গে দুই সন্তানের বাবা। আমার দেশে মানব সম্পদের চরম ক্ষতিকারক কোন কেমিক্যাল বা বায়োলজিক্যাল অস্ত্রশস্ত্র তৈরি হয় না। রাশিয়া যে এই ধরনের কাজ করে তা গোটা বিশ্ব জানে। একই কাজ রাশিয়া যদি আমাদের বিরুদ্ধে শুরু করে তাহলে ফল মারাত্মক হবে। " আরও পড়ুন-Ukraine Russia War: ইউক্রেনে হামলার জের, রাশিয়ার বিরুদ্ধে হেটস্পিচ পলিসি চালু করল Facebook-Instagram

রাশিয়ার অভিযোগ, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের টাকায় ইউক্রেনের গবেষণাগারে বায়োলজিক্যাল অস্ত্র তৈরি হচ্ছে। সম্প্রতি এমন তথ্যের খোঁজ মিলেছে। যেখানে বায়োলজিক্যাল অস্ত্র তৈরির উপাদান মিলেছে। এরপরেই প্রেসিডেন্ট বলেন, এহেন অভিযোগ ওঠায় উদ্বিগ্ন হয়ে পড়ি। তারপর বারবার বিষয়টি নিয়ে খোঁজখবর করি। যদি রাশিয়ার পরিকল্পনা জানতে চান, তাহলে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, যেকোনও দেশের বিরুদ্ধে প্রয়োজনে এমন গুরুতর অভিয়োগ আনতে পারে রাশিয়া। এহেন অভিযোগকে ইতিমধ্যেই মিথ্যে বলে অভিহিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্তা সিআইএ।