Gorgosaurus Skeleton Auction: নিলামে ৬.১ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হল বিশাল গর্গোসরাসের কঙ্কাল
Gorgosaurus Skeleton (Photo: Twitter)

নিউ ইয়র্ক, ২৮ জুলাই: একটি বিশাল গর্গোসরাসের কঙ্কাল (Gorgosaurus Skeleton) নিলামে (Auction) বিক্রি হল ৬.১ মিলিয়ন মার্কিন ডলারে। সোথেবি'স (Sotheby's) নামে একটি সংস্থা এই নিলামটির আয়োজন করে। সংস্থাটি জানিয়েছে, গর্গোসরাসের এই কঙ্কালটি দৈর্ঘ্যে ১০ ফুট এবং লম্বায় ২২ ফুট। কঙ্কালটি ৭৭ মিলিয়ন বছরের পুরনো।

সোথেবি'স জানিয়েছে, নিলাম হওয়া কঙ্কালটি ২০১৮ সালের হাভরে, মন্টানার জুডিথ রিভার ফর্মেশনে আবিষ্কৃত হয়েছিল। আরও কয়েকটি গোর্গোসরাসের কঙ্কাল যাদুঘরের সংগ্রহে রয়েছে। তার মধ্যে একটিকেই ব্যক্তিগত মালিকানায় দেওয়ার জন্য নিলামে তোলা হয়েছে। আরও পড়ুন: Monkeypox: মাঙ্কিপক্সে আক্রান্ত মা জন্ম দিলেন সুস্থ সন্তান, আতঙ্কের মাঝে স্বস্তির নিঃশ্বাস আমেরিকায়

দেখুন ভিডিও:

ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে গর্গোসরাস ছিল একটি শীর্ষ মাংসাশী প্রাণী। বর্তমান পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় দেখা পাওয়া যেত এই প্রাণীর। এটি ট্রাইনোসরাস রেক্সের চেয়ে ১০ মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে দাপিয়ে বেড়িয়েছিল।