দিল্লি, ২৪ জুলাই: মাঙ্কিপক্স (Monkeypox) নিয়ে ফের সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান পুনম ক্ষেত্রপাল সিং বলেন, পুরুষ সমকামীদের মধ্যে মাঙ্কিপক্স ছড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। সমকামীদের মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)।
কল্পনা ক্ষেত্রপাল সিংয়ের কথায়, মাঙ্কিপক্স বর্তমানে যেভাবে গোটা বিশ্ব জুড়ে ছড়াচ্ছে, তা আগে কখনও দেখা যায়নি। ফলে আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি যৌন সংসর্গের ফলে পুরুষ সমকামীদের মধ্যে এই রোগ সবচেয়ে বেশি ডালপালা বিস্তার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: Partha Chatterjee: কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়? কী জানাল হাসপাতাল
প্রসঙ্গত মাঙ্কিপক্সের সংক্রমণ ১৬ হাজার ছাড়িয়েছে বিশ্ব জুড়ে। যা নিয়ে কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কপালে। গোটা বিশ্ব জুড়ে মাঙ্কিপক্সের সংক্রমণ ১৬ হাজার ছাড়াতেই গ্লোবাল পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।