Partha Chatterjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৪ জুলাই:  কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)? শনিবার রাতে এসএসকেএমে ভর্তির পর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা শুরু হয়। কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়, যার উত্তরে এসএসকেএম (SSKM) কর্তৃপক্ষের তরফে আপডেট জানানো হয়।  এসএসকেএম কর্তৃপক্ষ জানায়, শিল্পমন্ত্রীকে কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেডে ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয় হাসপাতালের তরফে।

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ নগদ উদ্ধার করা হয়।  অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কীভাবে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হল, তা নিয়ে জল্পনা শুরু হয়। ফলে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বিশেষ পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে নেয় ইডি।  ব্যাঙ্কশাল কোর্টের তরফে পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিন ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:  Neeraj Chopra: নীরজ চোপড়ার রূপো জয়, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, উৎসব হরিয়ানায়

তবে শনিবার রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা যায়।  ফলে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়।