Queen Elizabeth II. (Photo Credits: Twitter)

লন্ডন, ২০ ফেব্রুয়ারি: রাজা-রানী-বাদশা, সে তুমি যাই হও, কাউকে ছাড়ল বা করোনা ভাইরাস (Corona Virus)। এবার কোভিডে আক্রান্ত হলেন গ্রেট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) । তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই রানীর জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি এখন ভাল থাকলেও, যেহেতু রানীর বয়স এখন ৯৬, এবং তাঁর শরীরের অবস্থা বিগত কয়েকমাস সেভাবে ভাল যাচ্ছিল না, তাই তাঁকে নিয়ে সামান্য হলেও উদ্বেগে আছে রাজ পরিবার।

রানী দ্বিতীয় এলজাবেথকে যাতে কোনওভাবেই কোভিড ছুঁতে তার জন্য গত দু বছর কোনও চেষ্টার ত্রুটিই করা হয়নি। রানীকে করোনা থেকে বাঁচাতে আলাদা করে বিশেষজ্ঞ দলও গড়া হয়েছিল। করোনার কারণেই রানী এলজাবেথকে গত দু বছরে প্রকাশ্যেও সেভাবে দেখা যায়নি। কিন্তু এরপরেও রাজ পরিবারে করোনা হানা দিয়েছিল। করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিন্স ফিলিপ। অবশ্য রানী দ্বিতীয় এলিজাবেথকে তখনও করোনা ছুঁতে পারেনি।আরও পড়ুন: কাল  নিজস্ব ফেসবুক লঞ্চ করছেন ট্রাম্প

দেখুন টুইট

গত বছর এপ্রিলে রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী এডিনবারার ডিউক প্রিন্স ফিলিপ। সেঞ্চুরি হলো না! ৯৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফিলিপ। স্ত্রী'র ৬৯ বছরের রাজ্যপাটে পাশে ছিলেন। যা ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম।