কাতার: বিষয়টি নিয়ে জল্পনাই চলছিলই যে ভারতের প্রাক্তন ৮ জন নৌ-সেনা আধিকারিককে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল কাতারের (Qatar) আদালত (Court)। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে দিল্লি (Delhi)। সর্বতোভাবে এই মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করার জন্য সবরকম কূটনৈতিক চাপ প্রয়োগ করতে শুরু করে ভারতের বিদেশ মন্ত্রক। আর তারই ফল ফলল। বৃহস্পতিবার জানা গেল কাতারের আদালতে ওই জেলবন্দি প্রাক্তন ভারতীয় নৌ-সেনা আধিকারিকদের (eight ex-Indian Navy officers) প্রাণদণ্ডের বদলে জেলের সাজা (jail terms) শোনানো হল। আরও পড়ুন: Israel-Hamas War: নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা, এরদোগানের জ্ঞান শুনবেন না, কড়া ইজরায়েলের প্রধানমন্ত্রী
BREAKING: Big win for India, Qatar commutes death sentence to eight ex-@IndianNavy officers, sentence reduced to jail terms
— Shiv Aroor (@ShivAroor) December 28, 2023
কাতারের দাহারা গ্লোবাল মামলা (Dahra Global case) প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জানানো হয়, আমরা আজ দাহরা গ্লোবাল মামলায় কাতারের অ্যাপিল আদালতের রায় নোট করেছি, যেখানে সাজা কমানো হয়েছে। বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। কাতারে আমাদের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা আজ ওই আধিকারিকদের পরিবারের সদস্যদের সঙ্গে আদালতে অ্যাপিলের সময় উপস্থিত ছিলেন। বিষয়টির শুরু থেকেই আমরা তাঁদের পাশে রয়েছি এবং আমরা সব ধরনের কনস্যুলার ও আইনি সহায়তা অব্যাহত রাখব। আমরা কাতারি কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাব। আরও পড়ুন: Hardeep Singh Nijjar: নিষিদ্ধ নিজ্জরের ২ খুনি কানাডাতেই রয়েছে, শিগগিরই গ্রেফতার, দাবি
"We have noted the verdict today of the Court of Appeal of Qatar in the Dahra Global case, in which the sentences have been reduced...The detailed judgement is awaited....Our Ambassador to Qatar and other officials were present in the Court of Appeal today, along with the family… pic.twitter.com/ysjVhbisaK
— ANI (@ANI) December 28, 2023