Vladimir Putin (Photo Credit: Twitter)

জল্পনাটাই সত্যি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে হামলার গতি তুঙ্গে তোলার সময় পুতিন ঘোষণা করলেন, আগামী ৭ জুলাইয়ের পর রাশিয়া তাদের পারমানবিক অস্ত্র বেলারুশে নিয়োগ করবে। যেখান থেকে ইউক্রেনের রাজধানী কিভের দূরত্ব খুব বেশী দূরে নয়। রাশিয়া তাদের সহযোগী দেশ বেলারুশে পারমানবিক অস্ত্র রাখলেও তার সব নিয়ন্ত্রণই থাকবে ক্রেমলিনের কাছে। পুতিনের এই ঘোষণায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নয়া মাত্রা যোগ হল। বেলারুশে পারমণবিক অস্ত্র এনে ইউক্রেনের ওপর চাপ বাড়ালেন পুতিন। এবার রাশিয়া চাইলেই এক লহমায় পারমানবিক হামলায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইউক্রেন।

ক দিন আগেই ইউক্রেনের সবচেয়ে বড় জলবিদ্যুত প্রকল্পের বাঁধে হামলা চালিয়ে ভেঙে রাশিয়া। ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার সব চেষ্টাই করে চলেছে পুতিন প্রশাসন। আরও পড়ুন-লাস ভেগাসের আকাশে ইউএফও! এলাকায় চাঞ্চল্য, দেখুন ভিডিও

দেখুন টুইট

তাহলে কী মস্কোয় ইউক্রেন সেনা প্রত্যাঘাতি হামলা চালানোর শোধ তুলতে তাদের ওপর পারমানবিক হামলা চালাবেন পুতিন? ইউক্রেনকে সব রকমভাবে সাহায্য করা আমেরিকা যুক্তরাষ্ট্র এই বিষয়ে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।