Vladimir Putin (Photo Credit: Twitter)

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের পর থেকে বন্ধু দেশ ছাড়া আর বিদেশ সফরে যাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের পর থেকে দেশের বাইরে বের হচ্ছেন না পুতিন। তবে এবার আগামিকাল, বুধবার সৌদি আরব ও সংযুক্ত আরবআমিরশাহি সফরে যাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট। ইজরায়েল-হামাস যুদ্ধে বিশেষ ভূমিকা নিয়ে ফের রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে মরিয়া পুতিন। গাজায় সাধারণ মানুষের ওপর আক্রমণ করে ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করেছে বলে দাবি করেন পুতিন।

ইজরায়েল-হামাস যুদ্ধে আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা পুতিনের। ইজরায়েলকে যেভাবে সরাসরি অস্ত্র দিয়ে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তেমনই হামাসকে সরাসরি অস্ত্র দিয়ে পুতিন সাহায্য করেন কি না সেদিকেই সবার নজর।

দেখুন এক্স

ইউক্রেন আক্রমণ করে সেখানকার সাধারণ মানুষদের মৃত্য়ুতে দায়ি করে পুতিনকে যুদ্ধপরাধি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ও ইউরোপের বেশ কয়েকটি দেশ। ফলে পুতিন সে সব দেশে গেলে গ্রেফতার হতে পারেন। ব্রিকস সম্মেলন থেকে শুরু করে কোনও আন্তর্জাতিক সম্মেলনেই যাচ্ছেন না পুতিন।