জর্জিয়া, ১৫ সেপ্টেম্বর: বিদেশের মাটিতে ফের খুন ভারতীয় (Indian) যুবক। এবার মার্কিন মুলুকে (US) একটি দোকানের মধ্যে গুলি চালিয়ে হত্যা করা হল ভারতীয় যুবককে। দোকানের সিসিটিভি ফুটেজ যখন প্রকাশ্যে আসে, তা দেখে কার্যত চমকে ওঠেন প্রত্যেকে। ১.৩০ মিনিটের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জর্জিয়ায় একটি দোকান লুঠ করে ঢোকে দুষ্কৃতীরা। ভারতীয় বংশোদ্ভুদ ওই যুবকের সঙ্গে কথা বলতে বলতে আচমকাই তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায় দুষ্কৃতী। রক্ত ছড়িয়ে পড়ে চারপাশে। ওই যুবককে খুন করে সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
রিপোর্টে প্রকাশ, পাঞ্জাবের কাপুরথালার জেলার বাসিন্দা পরমজিৎ সিংকে গুলি করে খুন করা হয়েছে জর্জিয়ার ওই মুদির দোকানে।
#Breaking | #Punjab Youth Shot Dead Inside Grocery Store in #Georgia, Horrific Video Emerges | WATCH
(Viewer discretion advised) pic.twitter.com/BntaGOIacC
— India.com (@indiacom) September 15, 2022
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জর্জিয়ায় পরমজিৎ সিং নামে ওই পাঞ্জাবি যুবককে যিনি খুন করেন, তিনি আফ্রিকান। সিসিটিভি ফুটেজ দেখে পরে আফ্রিকান বংশোদ্ভুদ ক্রিস কোপল্যান্ডকে গ্রেফতার করে পুলিশ।