Prince William, Kate Middleton (Photo Credit: Instagram)

ব্রিটেনের রাজ পরিবার নিয়ে ফের নয়া তথ্য প্রকাশ্যে এল। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হেলো ম্যাগাজিনের খবর অনুযায়ী, প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের আগে কেট মিডলটনের (Kate Middleton) ফার্টিলিটি পরীক্ষা হয়। রাজ পরিবারের বধূ ভবিষ্যতে মা হতে পারবেন কি না, তা জানতেই করা হয় ফার্টিলিটি পরীক্ষা। ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের ( Prince William) সঙ্গে মহা ধুমধাম করে বিয়ে হয় কেট মিডলটনের। উইলিয়ামের সঙ্গে বিয়ার আগেই কেটের ফার্টিলিটি পরীক্ষা হয় বলে 'গিগলড ইয়ুথ' নামে সম্প্রতি একটি বইতে দাবি করা হয়। গিগলড ইউথের লেখক তাঁর নিজের বইয়ে দাবি করেন, ফার্টিলিটি পরীক্ষায় যদি প্রমাণিত হত কেট মা হতে পারবেন না, তাহলে উইলিয়ামের সঙ্গে তাঁর বিয়ে অনিশ্চিত হয়ে পড়ত।

১৯৮১ সালে ডায়নার সঙ্গে যখন রাজা চার্লসের (তখন যুবরাজ) বিয়ে হয়, তখন তাঁরও ফার্টিলিটি পরীক্ষা হয়। ডায়নার মত কেটেরও তাই ফার্টিলিটি পরীক্ষা হয় বিয়ের আগে।