রাজকুমার হ্যারি ও মেগান মার্কেল (Photo Credits: Getty Images)

লন্ডন, ২০ এপ্রিল: বিকৃত, মিথ্যা ও আক্রমণাত্মক খবর পরিবেশনের অভিযোগ এনে ব্রিটেনের চার নামী ট্যাবলয়েডকে (British tabloids) কালো তালিকাভুক্ত করলেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। আগেই আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যপদ চেড়েছেন এই দম্পতি। এবার সংবাদ মাধ্যম গার্ডিয়ানের সম্পাদককে চিঠি লিখে জানালেন, ডেলি মেল, মিরর, এক্সপ্রেস, দ্য সান এর মতো ট্যাবলয়েডের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। এই চার ট্যাবলয়েডকে কোনওরকম সহযোগিতা করা হবে না। হ্যারি ও মেগানের পাঠানো চিঠির একটি অনুলিপি নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন ফাইনান্সিয়াল টাইমসের রিপোর্টার মার্ক ডি স্টেফানো। চিঠিতে স্পষ্টভাবে লেখা হয়েছে, সমালোচনা এড়ানোর জন্য এই পলিসি নয়। জনসমক্ষে বার্তালাপ বন্ধের জন্যও নয়। সঠিক প্রতিবেদনের সেন্সর করাও নয়।

ডিউক ও ডাচেস অফ সাসেক্সের দাবি, রাজ পরিবারের সদস্যেদর পাশাপাশি প্রচুর সাধারণ মানুষের সঙ্গেও তাঁদের পরিচয় হয়েছে। এই সংবাদপত্রগুলি বিনা কারণে কোনও ভাল ঘটনাকে বাজে প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তাঁদের ব্যক্তিজীবনের শান্তি নষ্ট করেছে। তাঁদের নিয়ে বিবিধ গসিপ লিখে সংবাদমাধ্যম গুলি নিজেদের বিজ্ঞাপনের রেভেনিউ বাড়িয়ে চলেছে। এক কথায় ব্রিটিস গণমাধ্যমের একাংশের তরফে তাঁদের উপরে অভূতপূর্ব আক্রমণ, বলা যেতে পারে এই ঘটনাকে। গত জানুয়ারিতেই একেবারে চাঞ্চল্যকর দাবি করেছিলেন হ্যারি ও মেগান। রাজপরিবারে সদস্য হিসেবে কোনও খাতির নিতে চান না। একেবারে সাধারণ মানুষের পরিচয়ে থাকতে চান। হ্যারি মেগানের এই সিদ্ধান্ত নিয়ে রসিয়ে খবর করতে ছাড়েনি ব্রিটেনের ট্যাবলয়েডগুলি। এমনওলেখা হয়েছে রাজকীয় জীবন নিয়ে খুশি ছিলেন না মেগান। আরও পড়ুন- COVID-19 Cases In India: গত ২৪ ঘণ্টায় ১৫৫৩, দেশে মারণ রোগের গ্রাসে ১৭ হাজার ২৬৫ জন; মৃত ৫৪৩

এককথায় সংবাদ মাধ্যমের অযাচিত নাক গলানোকে কেন্দ্র করে এই হ্যারি মেগানের দাম্পত্য প্রশ্নের মুখে পড়ে। আইনি ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই নতুন চিঠিতে ওই দম্পতি জানিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয়। উল্লেখিত সংবাদ মাধ্যমগুলি ছাড়া বিশ্বের সমস্ত গণমাধ্যমের সঙ্গেই কাজ করবেন তাঁরা। গত মাসেই ক্যালিফোর্নিয়াতে চলে এসেছেন হ্যারি ও মেগান। সেখানে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাঁদের সংসার শুরু হয়েছে।