আগামী দু'দিনের জন্য লাওস সফরে গিয়েছেন । সেখানে আসিয়ান-ভারত স্মারক সম্মেলনে (ASEAN–India Commemorative Summit) যোগ দেবেন তিনি। তার আগে এদিন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। ইশিবার সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যাণ্ডেলে টুইটে লেখেন, জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে খুবই সদর্থক বৈঠক হয়েছে। জাপানের মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হতে পেরে আমি খুশি। আমাদের মধ্যে পরিকাঠামোগত উন্নয়ন, প্রতিরক্ষা ও সংযোগস্থাপনে উন্নয়ন সহ একাধিক বিষয়ে সহযোগীতামূলক আলোচনা হয়। সেই সঙ্গে সাংস্কৃতিক যোগসূত্র বাড়ানো নিয়েও বৈঠক হয়েছে।
প্রসঙ্গত, এশিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক কৌশলগতভাবে আরও মজবুত করার জন্যই পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, এই সম্মেলনের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলগুলিতে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি যাতে কোনওভাবে ক্ষুন্ন না হয়, তারজন্য এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে ভারত ছাড়াও থাকবে মালেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, লাওস, চিন, ইন্দোনেশিয়া ফিলিপিন্স, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ডের মতো দেশ। এই বৈঠকে ভারত হতে চলেছে আলোচক দেশ।
Prime Minister Narendra Modi tweets, "Had a very productive meeting with PM Ishiba. I’m happy to have met him just a few days after he became Japan’s PM. Our talks included ways to enhance cooperation in infrastructure, connectivity, defence and more. Boosting cultural linkages… pic.twitter.com/TBHzAsxTKQ
— IANS (@ians_india) October 10, 2024
Vientiane, Laos: Prime Minister Narendra Modi holds bilateral meeting with Prime Minister Christopher Luxon of New Zealand pic.twitter.com/TWtRmNlnpO
— IANS (@ians_india) October 10, 2024