এনার্জি ড্রিঙ্কের জেরে হৃদরোগ। এনার্জি ড্রিঙ্ক পান করে এক পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ব্রিটেনে। ব্রিটেনের একটি স্কুলে এনার্জি ড্রিঙ্ক পানের ফলে ৪৭৪ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটে ব্যাথা শুরু হয়ে যায়। এরপর ওই পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হলে, তাদের মধ্যে থেকে মৃত্যু হয় একজনের। এরপরই ওই স্কুলের পড়ুয়াদের বাবা-মা রা অভিযোগ করেন, তাঁদের সন্তানরা এনার্জি ড্রিঙ্ক পান করেছিল। তার জেরেই প্রায় এক সপ্তাহ ধরে তাদের হৃদরোগের বিভিন্ন উপসর্গ ধরা পড়তে শুরু করে শরীর জুড়ে। ফলে একজনের বাইরে বাদবাকি পড়ুয়ারা আপাতত সুস্থ বলে জানা যায়। যার মৃত্যু হয়েছে, এনার্জি ড্রিঙ্ক পানের ফেলেই তাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় বলে অভিযোগ।
Prime Energy Drink Causes Heart Attack? School Kid Suffers Cardiac Arrest After Drinking the Beverage in UK #EnergyDrink #HeartAttackhttps://t.co/oqmGHbVXAi
— LatestLY (@latestly) May 11, 2023