Donald Trump: প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর দেশের প্রথম বড় ভোটে বড় ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের তাঁর বড় বিরোধী জোহরান মামদানির বড় জয় সহ রিপাবলিকানদের গড় হিসাবে পরিচিত প্রদেশেও ধরাশায়ী হয়েছেন ট্রাম্প। একটা কথা পরিষ্কার হয়ে উঠেছে, ক্ষমতায় বসার বছর না ঘুরতেই দেশবাসীর চক্ষুশূল হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভোটে ধাক্কা খেয়ে এবার তাই দেশবাসীকে স্বপ্নের উড়ানে তুললেন ট্রাম্প।'আমেরিকা ফার্স্ট ২.০'ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন প্রতিশ্রুতি, তাঁর দেশে রেকর্ড সংখ্যক গাড়ি তৈরি হবে, কৃত্রিম বুদ্ধিমত্তাতেও দাপট দেখাবে।
ট্রাম্পের মুখে প্রতিশ্রুতির বন্যা
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তাঁর দেশে শিল্প আর প্রযুক্তিতে নয়া বিপ্লব আসতে চলেছে। যেখানে একসঙ্গে গড়ে উঠবে নতুন গাড়ি উৎপাদন কেন্দ্র এবং বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ডেটা সেন্টার। ট্রাম্পের কথায়, "এটাই হবে আমেরিকার প্রকৃত পুনর্জাগরণ।" ট্রাম্পের দাবি,রাষ্ট্রীয় শিল্প পুনরুজ্জীবন থেকে শুরু করে আমেরিকাকে AI সুপারপাওয়ারে পরিণত করা, সবই খুব দ্রুত হতে চলেছে। এখানেই শেষ নয় মার্কিন প্রেসিডেন্টের দাবি, দেশের লক্ষ লক্ষ যুবক, তরুণরা রেকর্ড অর্থের চাকরি পাবে। এমনকি তাঁর নেতৃত্বে খুব দ্রুত চিনকে ছাপিয়ে আমেরিকাই আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স সহ গোটা তথ্য প্রযুক্তি শিল্পে দুনিয়াকে নেতৃত্ব দেবে বলেও ট্রাম্পের দাবি।
দেখুন এই ইস্যুতে কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প
NOW - Trump: "We are building auto plants, we're building AI plants, we're leading in AI over China and everybody else. When all of these plants start opening, we're going to have a revolution, a positive revolution, economic revolution like never before!" pic.twitter.com/Wy7ONGn1zT
— Disclose.tv (@disclosetv) November 7, 2025
চিনকে AI-তে হারিয়ে দেবে আমেরিকা, দাবি ট্রাম্পের
ট্রাম্প জানান. আমেরিকা জুড়ে দ্রুতগতিতে গড়ে উঠছে বহু নতুন নতুন অটোমোবাইল কারখানা। একই সঙ্গে নজিরবিহীন মাত্রায় নির্মিত হচ্ছে বিশাল AI ডেটা সেন্টার ও প্ল্যান্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, AI প্রতিযোগিতায় আমেরিকা চিনসহ সব দেশকে ছাড়িয়ে গিয়ছে। অটোমোবাইল ও AI, এই দুই খাতের মেগা প্রকল্প একসঙ্গে এগোচ্ছে তাঁর প্রশাসনের অধীনে। এইসব প্ল্যান্ট চালু হলে 'অর্থনীতিতে এক নতুন বিপ্লব' শুরু হবে বলে জানান তিনি।