রাষ্ট্রপতি জো বিডেন তার ছেলে হান্টার বিডেনের জন্য ক্ষমা পত্রে স্বাক্ষর করেছেন বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। এর আগে হান্টারকে যখন দোষী সাব্যস্ত করা হয় তখন তাঁর বাবা জো বাইডেন একটি বিবৃতি দিয়ে বলেছিলেন, তিনি মামলার রায় মেনে নিয়েছেন এবং বিচার প্রক্রিয়াকে সম্মান করবেন। তবে রবিবার সন্ধ্যায় একটি বিবৃতিতে, রাষ্ট্রপতি বিডেন বলেছিলেন, "আজ, আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমা স্বাক্ষর করেছি," তাঁর অভিযোগ যে তার ছেলের বিচার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং "বিচারের নামে প্রহসন" ছিল।প্রসঙ্গত, মার্কিন ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্টের সন্তান কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
President Joe Biden signed a pardon for his son Hunter Biden, who faced sentencing this month on ; claims that his son (Hunter Biden) was selectively and unfairly prosecuted pic.twitter.com/mi8kcNDfjC
— ANI (@ANI) December 2, 2024
গত ৩ জুন ডেলাওয়ারের ফেডারেল আদালতে হান্টারের বিচার শুরু হয়। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য ও মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি অপরাধে গত বছর অভিযুক্ত হয়েছিলেন তিনি। ডেলাওয়ারের ডিস্ট্রিক্ট কোর্টে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়েছিল, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনে হান্টার জানান, তিনি আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারী নন। কোনও মাদক বা উত্তেজক দ্রব্যেও আসক্ত নন। অথচ তিনি জানতেন, এর সবই মিথ্যা। ২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়ারের বন্দুকের দোকানে কোল্ট রিভলবার কেনার সময় হান্টার ওই মিথ্যা তথ্য দেন। তিনি ১১ দিন বন্দুকটি নিজের কাছে রেখেছিলেন। তবে হান্টার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন প্রথম থেকেই।