রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ চারদিনের সফরে পর্তুগাল(Portugal) পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(President Droupadi Murmu)। সোমবার ভোররাতে পর্তুগালের লিসবনে(Lisbon) পৌঁছয় রাষ্ট্রপতির(President) বিমান। ৭ থেকে ৮ এপ্রিল থাকবেন পর্তুগালে। এরপর ৯ থেকে ১০ এপ্রিল যাবেন স্লোভাকিয়া সফরে। দীর্ঘ ২৭ বছর পর ইউরোপে পা রাখলেন কোনও ভারতীয় রাষ্ট্রপতি। এই সফরে ভারত ও ইউরোপের মধ্যে মুক্র বাণিজ্যের পথ সুপ্রশস্ত হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের। কিছুদিন আগেই ভারত সফরে এসেছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভর ডার লিয়েন। ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন লিয়েন। মনে করা হয়েছিল তখনই ভারত ও ইউরোপের মধ্যে মুক্ত বাণিজ্যের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। তবে তা হয়নি। তাই রাষ্ট্রপতির ইউরোপ সফরে এই ব্যাপারে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে।

২৭ বছর পর ইউরোপে পা দিলেন ভারতীয় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ইউরোপ সফর নিয়ে বিদেশ মন্ত্রকের সচিব তন্ময় পাল বলেন, "ভারত ও ইউরোপ দুই দেশের মধ্যে এই সফর ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এটি মাইলফলক হিসেবে গুরুত্ব পাবে। দিল্লি ও লিসবনের সম্পর্ক ৫০-এ পা দেবে। তাই এই সফরকে ঐতিহাসিক সফরও বলাই যায়।" সূত্রের খবর, আজ ৭ এপ্রিল ও আগামীকাল ৮ এপ্রিল পর্তুগালেই থাকছেন ভারতীয় রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সউসার সঙ্গে দেখা করবেন তিনি। এরপর তাঁর গন্তব্য স্লোভাকিয়া। সেখানে ১৯৯৫ সালে ভারতীয় দূতাবাস তৈরি হয়। সেই দূতাবাস তৈরির ৩০ বছর পূর্তির জন্যই রাষ্ট্রপতির এই স্লোভাকিয়া সফর।

ইউরোপে পা দিলেন দ্রৌপদী মুর্মু, কেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতির এই ঝটিকা সফর?